SSC GD Notification: মোট 26146টি শুন্য পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে

SSC GD 2024 Notification: আপনারা যারা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য একটি সুখবর এসএসসি জিডি (ssc gd) দ্বারা প্রায় ২৬,০০০ কাছাকাছি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এসএসসি জিডি বিজ্ঞপ্তিটি ২৪শে নভেম্বর ২০২৩ সালে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in প্রকাশিত করা হল।

ইচ্ছুক আবেদনকারীরা ২৪ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবং এর মধ্যে সুবর্ণ সুযোগ হল যে আবেদনকারীরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। SSC GD ২০২৪ বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হল।

এসএসসি জিডি (SSC GD) শূন্যপদ

ফোর্সছেলেমেয়েমোট
বিএসএফ (BSF)৫২১১৯৬৩৬১৭৪
সিআইএসএফ (CISF)৯৯১৩১১১২১১০২৫
সিআরপিএফ (CRPF)৩২৬৬৭১৩৩৩৭
এসএসবি (SSB)৫৯৩৪২৬৩৫
আইটিবিপি (ITBP)২৬৯৪৪৯৫৩১৮৯
এআর (AR) ১৪৪৮৪২১৪৯০
এসএসএফ (SSF)22274২৯৬

আবেদনকারীর যোগ্যতা

এসএসসি জিডি কনস্টেবল পদে আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং আবেদনকারীর বয়স ০১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছর মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীকে অবশ্যই। এবং SC/ST দের জন্য ৫ বছর ও OBC দের জন্য ৩ বছরের বয়সের ছাড় পাওয়া যাবে কিন্তু তাদের কাছে অবশ্যই বৈধ্য দস্তাবেজ থাকতে হবে।

মাসিক বেতন – মাসিক বেতন পে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা হতে পারে।

আবেদন মূল্য – এসএসসি জিডির আবেদন মূল্য ১০০ টাকা এবং SC/ST/ESM ও মেয়েদের কোনো আবেদন ফী দিতে হবে না।

এসএসসি জিডি গুরুত্বপূর্ন তারিখ

অনলাইন আবেদন শুরু২৪ নভেম্বর ২০২৩
আবেদন জমার শেষ তারিখ৩১শে ডিসেম্বর ২০২৩
আবেদন ফী জমার শেষ তারিখ১ জানুয়ারী ২০২৪
অনলাইন CBT পরীক্ষাফেব্রুয়ারী-মার্চ ২০২৪

এসএসসি জিডি (SSC GD) কিভাবে আবেদন জানাবেন?

সর্বপ্রথম এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in যান।

সেখানে লগইন (log in) আর যদি আপনি প্রথমবার এসএসসিতে (SSC) আবেদন জানাচ্ছেন তাহলে রেজিস্ট্রেশন করে নিন।

Log In করার পর আপনার বিবরণ এবং প্রয়োজনীয় নথিপত্র upload করে জমা করে দিন।

আবেদন জমা করার পর আবেদন মূল্য দিয়ে আবেদনটি পূর্ণ করুন।

SSC GD কনস্টেবল নিয়োগ পদ্ধতি

এসএসসি জিডি কনস্টেবল পদের জন্য CBT পরীক্ষা অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে যার পূর্ণমান ১৬০ নাম্বার এবং মোট প্রশ্ন থাকবে ৮০টি, প্রতিটি প্রশ্নের জন্য ২ নাম্বার করে দেওয়া হবে। প্রার্থীদের মোট চারটি ধাপে বাছাই করা হবে যার মধ্যে প্রথমটি হল CBT পরীক্ষা অন্য গুলি ছকের মাধ্যমে বোঝানো হল:

CBT পরীক্ষা পূর্ণমান ১৬০, এবং বিষয়গুলি হল – General Intelligence and Reasoning, General Knowledge and General Awareness, Elementary Mathematics, English/ Hindi
শারীরিক দক্ষতা পরীক্ষাছেলেদের – ৫ কিলোমিটার ২৪ মিনিটে এবং মেয়দের – ১.৬ কিলোমিটার সাড়ে ৮ মিনিটে
শারীরিক মান পরীক্ষাউচ্চতা ও বুকের মাপ এবং দৃষ্টি পরীক্ষা
মেডিকাল টেস্টউপরের সবকটিতে পাশ করলে এই টেস্টটা নেওয়া হয় এবং এটি হল শেষ ধাপ।

নোটিস ডাউনলোড করুন

Leave a comment