DRDO Recruitment: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় তিনটি পদে নিয়োগ করা হচ্ছে

আজকের বিজ্ঞপ্তিটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে মোট তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে যেগুলি হল Project Store Officer (PSO), Project Senior Admin Assistant (PSAA) এবং Project Admin Assistant (PAA)। চাকরি প্রার্থীদের জানিয়ে দিই যে এই নিয়োগ সম্পুর্ন চুক্তি ভিত্তি ৩ বছরের জন্য নিয়োগ করা হবে এবং এটি পরে আরও বাড়াতে পারে চুক্তিটি। নিচে আমরা এই তিনটি পদের বিস্তারিত বিবরণ গুলি আলোচনা করব।

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্দিষ্ট পদের জন্য স্নাতকোত্তর এবং তার সাথে সাথে আবেদনকারীকে ইংরাজি লেখা এবং টাইপিং স্কিল (প্রতি মিনিটে ৩৫টি শব্দ) থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রজেক্ট স্টোর অফিসার (PSO)

প্রজেক্ট স্টোর অফিসার পদের জন্য আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে (B.A/B.COM/B.SC/BCA) এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রশাসন, উপকরণ ব্যবস্থাপনা এবং অর্থ বিভাগে। এবং এই পদের জন্য শুন্য পদের সংখ্যা হল ১ টি।

বয়সসীমা: প্রজেক্ট স্টোর অফিসার পদের জন্য আবেদনকারীর বয়স ৫০ বছরের কম হতে হবে।

মাসিক বেতন: এই পদের জন্য অফিসারকে মাসে ৫৯,২৭৬ টাকা দেওয়া হবে।

প্রজেক্ট সিনিয়র অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট (PSAA)

প্রজেক্ট সিনিয়র অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ঠিক একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেমনটি প্রজেক্ট স্টোর অফিসার -এ প্রয়োজন ছিল কিন্তু এখানে প্রার্থীকে ১০ বছরের পরিবর্তে ৬ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এবং এই পদের সংখ্যা ৫ টি।

PSAA বয়সসীমা: আবেদনকারীর বয়স ৪৫ বছরের চেয়ে কম হতে হবে।

মাসিক বেতন: এই পদের মাসিক বেতন ৪৭,৪৯৬ টাকা।

প্রজেক্ট অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট (PAS)

Project Admin Assistant পদের জন্য শুধুমাত্র ৫টি শুন্য পদ আছে এবং এখানেও উপরের দুটি পদের ন্যায় এখানে একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং এখানে Administration, Materials Management and Finance Divisions ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এই পদের মাসিক বেতন হল ৩৫,২২০ টাকা।

স্বাস্থ্য সেবা দপ্তরে মোট ৪৮৭টি কর্মী নিয়োগ করা হচ্ছে

আবেদন জানানোর শেষ তারিখ হল : ১৫ ডিসেম্বর ২০২৩

কিভাবে আবেদন জানাবেন?

  • প্রার্থীদের DRDO অফিসিয়াল ওয়েবসাইটে drdo.gov.in ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্রটি পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে এবং তারপরে আবেদন ফী জমা করে দিন।
  • আবেদন জমা করার পর আবেদনপত্রটির প্রিন্ট বার করে নিন।

নোটিস ডাউনলোড করুন

Leave a comment