NTPC Recruitment 2023: অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদের কর্মী নিয়োগ

যে সকল প্রার্থীরা সিভিল ইঞ্জিনিয়ারিং বা মাইনিং ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করেছেন। এবং এখনও কোনো চাকরি খুঁজছেন তাদের জন্য দারুন সুযোগ দিচ্ছে NTPC লিমিটেড, আপনি ঠিকই পড়ছেন এনটিপিসি লিমিটেড দ্বারা ১টি পদে মোট ১১ কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সেই পদের নাম হল Assistant Mine Surveyor।

এই নিযুক্ত হয়ে আপনি NTPC দ্বারা কোল মাইনিং এরিয়ায় কাজ করতে পারবেন। আপনি ভারতের যেকোনো স্থান থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার (Assistant Mine Surveyor)

অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদের জন্য আপনাকে সিভিল বা মাইনিং এ স্নাতক হতে হবে তার সাথে সাথে DGMS দ্বারা আপনার কাছে সার্ভেয়ার সার্টিফিকেটের প্রয়োজন হবে। এবং আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে। যদি আপনি এই পদে নিযুক্ত হন তাহলে আপনার মাসিক বেতন E0 লেভেল অনুসারে ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা।SC/ST দের জন্য ৫ বছর এবং OBC দের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে।

পোস্টUREWSOBCSCTOTAL
অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার১১

অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদে কিভাবে আবেদন জানাবেন?

NTPC এই পদের জন্য আপনাকে সম্পুর্ন ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, সবচেয়ে প্রথমে আপনাকে এনটিপিসি অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in অথবা careers.ntpc.co.in থেকে আবেদন জানাতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদের জন্য আবেদনকারীকে ৩০০ টাকা দিতে হবে এবং SC/ST ও মেয়েদের কোনো আবেদন মূল্যর জমা দিতে হবে না।

আবেদন ফি জমার পদ্ধতি

ইচ্ছুক আবেদনকারী আবেদনপত্রের ফি অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে জমা দিতে পারেন। যদি কোনো আবেদনকারী অফলাইন-এর মাধ্যমে জমা দিতে চান তাহলে সেই ব্যক্তি নিকটতম SBI ব্রাঞ্চে গিয়ে আবেদন মূল্য জমা দিতে হবে এবং যে প্রার্থী অনলাইন-এর মাধ্যমে জমা দিতে চান সে নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড এর মাধ্যমে জমা দিতে পারেন।

আরও পড়ুন

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় তিনটি পদে নিয়োগ করা হচ্ছে

মোট 26146টি শুন্য পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে

বিমানবন্দরে সিকিউরিটি স্ক্রীনার পদে কর্মী নিয়োগ

প্রয়োজনীয় তারিখ

অনলাইন আবেদন শুরু: ২৪.১১.২০২৩

অনলাইন আবেদনের শেষ তারিখ: ০৮.১২.২০২৩

নোটিস ডাউনলোড করুন

টেলিগ্রাম: যুক্ত হন

Leave a comment