বিমানবন্দরে সিকিউরিটি স্ক্রীনার পদে কর্মী নিয়োগ, AAICLAS Recruitment

AAICLAS Recruitment 2023: যদি আপনারাও বিমান বন্দরে কাজ করতে ইচ্ছুক এবং আপনার কাছে কোনো কাজের অভিজ্ঞতা নেই তা সত্ত্বেও আপনি আবেদন জানাতে পারবেন। আপনি ভারতের যেকোনো জায়গা থেকে আবদন জানাতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এএআই কার্গো লজিস্টিকস এন্ড এলিয়েড সার্ভিস কোম্পানি লিমিটেড (AAICLAS) দ্বারা সিকিউরিটি স্ক্রীনার (Security Screener) পদের জন্য কিন্তু এই পদ সম্পুর্ন ৩ বছরের চুক্তিভিত্তিক হবে। এবং এখানে আপনার সারা ভারতের যেকোনো জায়গায় নিয়োগ (Pan India) হতে পারে।

বিজ্ঞপ্তি নম্বর: AAICLAS/HR/CHQ/Rectt/SS(F)/2023

AAICLAS Recruitment মোট শূন্যপদ:

সিকিউরিটি স্ক্রীনার পদের জন্য কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং এখানে মোট ৯০৬টি পদের কর্মী নিয়োগ করা হবে।

সিকিউরিটি স্ক্রীনার পদের কর্মীদের নিয়োগ করা হবে যে সব স্থানে তার নাম হল চেন্নাই, কলকাতা, গোয়া, কালিকট, বারানসী, শ্রীনগর, ভাদোদরা, মাদুরাই, তিরুপতি, রায়পুর ভইজাক ইত্যাদি জায়গায়।

Security Screener পদের শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক, General দের জন্য 60% এবং SC/ST প্রার্থীদের জন্য 55% নম্বর সহ। এবং আবেদনকারীর বয়স অবশ্যই ২৭ বছরের কম হতে হবে।

আবেদন ফী: আবেদনকারীকে ৭৫০ টাকা জমা দিতে হবে এবং SC/ST/EWS এবং মেয়েদের শুধুমাত্র ১০০ টাকা দিতে হবে।

মাসিক বেতন: এই পদের জন্য কর্মীদের ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ৩০০০০, ৩২০০০, ও ৩৪০০০ টাকা করে দেওয়া হবে।

AAICLAS সিকিউরিটি স্ক্রীনার পদে কিভাবে আবেদন জানাবেন?

১. সিকিউরিটি স্ক্রীনার পদের জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে aaiclas.aero/career ওয়েবসাইটে।

২. এবার লিখিত বিজ্ঞপ্তি নাম্বার অনুযায়ী APPLY বোতামে ক্লিক করুন।

৩. তৃতীয় ধাপে আপনার আধার নাম্বার, নাম, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।

৪. রেজিস্ট্রেশন হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্য দিয়ে আবেদনপত্রটি জমা করে দিন।

৫. সর্বশেষে আবেদন মূল্য দিয়ে আপনার এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিন।

NTPC Recruitment 2023: অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভেয়ার পদের কর্মী নিয়োগ

মোট 26146টি শুন্য পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে

আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র

  • মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
  • স্নাতক সার্টিফিকেট ও মার্কশীট
  • জাতি/শ্রেণীর শংসাপত্র (যদি থাকে)
  • আধার কার্ডের কপি
  • পাসপোর্ট সাইজ ছবি (সর্বোচ্চ ২০ kb)
  • স্ক্যান করা স্বাক্ষর (সর্বোচ্চ ২০ kb)

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭/১১/২০২৩

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ০৮/১২/২০২৩

নোটিস ডাউনলোড করুন

টেলিগ্রাম: যুক্ত হন

Leave a comment