ঐক্যশ্রী স্কলারশিপ 2024 : স্ট্যাটাস চেক, আবেদন পদ্ধতি (Aikyashree Scholarship)

আপনিও কি ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) প্রকল্প সম্বন্ধে জানতে চাইছেন আর কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন জানাবেন বা কি ডকুমেন্ট লাগবে স্কলারশিপে আবেদন জানাতে এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব।

আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে আর্থিক অভাবের জন্য পড়াশোনা চালাতে পারেনা বা উচ্চশিক্ষা গ্রহণ করতে সক্ষম হয় না সেই বাধাকে কাটিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকার শুরু করে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) প্রকল্প।

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) কী?

বিগত ৫ বছর থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের শিক্ষা ও উচ্চশিক্ষার পঠনপাঠন চালিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার শুরু করে ঐক্যশ্রী প্রকল্প। এই স্কলারশিপকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে যথা –

  1. প্রি ম্যাট্রিক স্কলারশিপ (Pre-matric Scholarship)
  2. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post-matric Scholarship)
  3. মেরিট কাম মিন্স স্কলারশিপ (Merit-cum-Means Scholarship)

প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের যোগ্যতা

প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের প্রাথমিক উদ্দেশ্য হল সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে এবং তারা যেন পঠনপাঠন চালিয়ে যায়। পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য তাদের সাধনা চালিয়ে যেতে উৎসাহিত করতে চায়।

১. প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন শুধুমাত্র প্রথম শ্রেণী থেকে দশম শ্রেনীর পড়ুয়ারা।

২. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন একাদশ শ্রেণী থেকে পিএইচডি পড়ুয়ারা।

৩. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

৪. পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় 50% এর বেশি নম্বর বা সমমানের গ্রেড অর্জন করতে হবে।

৫. রাজ্য/কেন্দ্রীয় সরকারের শিক্ষা বোর্ড/পর্ষদ/বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত একটি স্কুল/প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।

৬. বার্ষিক পারিবারিক আয় 2 লাখ টাকার বেশি না হয়।

৭. পশ্চিমবঙ্গের বাইরের প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রাক-ম্যাট্রিক বা পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য যোগ্য হবেন না।

মেরিট কাম মিন্স স্কলারশিপের যোগ্যতা

মেরিট-কাম-মিনস স্কলারশিপের উদ্দেশ্য পেশাদার এবং কারিগরি কোর্সের জন্য ছাত্রদের পেশাদার/প্রযুক্তিগত অধ্যয়ন করতে সহায়তা করার জন্য ফলস্বরূপ তাদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর জন্য।

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২. আবেদনকারীকে কারিগরি/পেশাগত কোর্সে ভর্তি হতে হবে।

৩. পূর্ববর্তী উচ্চ মাধ্যমিক/স্নাতক -এ 50% এর বেশি নম্বর অর্জন করতে হবে।

৪. বার্ষিক পারিবারিক আয় 2.5 লাখ টাকার বেশি না হয়।

৫. যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলিতে পড়াশুনা করছেন, যেমনটি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দ্বারা সময়ে সময়ে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে তারাও আবেদনের জন্য যোগ্য।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • Bank details (ব্যাঙ্কের নাম, একাউন্ট নাম্বার, ইত্যাদি)
  • পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট
  • ইনকাম সার্টিফিকেট
  • প্রতিষ্ঠানের ডকুমেন্ট ভেরিফিকেসন

ঐক্যশ্রী (Aikyashree Scholarship) ফর্ম ফিলাপ অনলাইন

ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে আবেদন জানাতে পারবেন। নিচে আমি ধাপে ধাপে ছবি সহ আপনাকে দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন জানাবেন।

প্রথম ধাপ-

১. ঐক্যশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনাকে যেতে হতে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল (wbmdfc) বা এখানে ক্লিক করলে আপনি সরাসরি ওই পৃষ্ঠায় পৌছে যাবেন।

২. তারপরে আপনাকে স্টুডেন্টস এরিয়া (STUDENT’S AREA) ক্লিক করতে হবে।

Aikyashree Scholarship

৩. এবার আপনাকে Fresh Registration এ ক্লিক করতে হবে।

student panel

৪. রেজিস্ট্রেশনে ক্লিকের পরে আপনাকে আপনার জেলা বেছে নিতে হবে তারপর তিনটি ধাপে স্কলারশিপের ফর্মটা পূর্ণ করতে হবে, যার প্রথম ধাপটি হল স্টুডেন্ট রেজিস্ট্রেশন

student registration

৫. স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, ব্যাঙ্কের বিবরণ ইত্যাদি দিয়ে পূরণ করে Submit বোতামে ক্লিক করুন।

৬. পরের ধাপটি হল Scheme Eligibility, এই ধাপে আপনার বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের বিবরণ দিয়ে পূরণ করতে হবে।

৭. ৬ নম্বর ধাপটি হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আপনার রেজিস্ট্রেশন আইডি (Reg ID) এবং পাসওয়ার্ড(আপনার মোবাইল আসবে) দিয়ে লগইন (Log In) করতে হবে।

৮. এখন আপনার এবং প্রতিষ্ঠানের বিবরণ দিয়ে আবেদনটি submit করুন এবং রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট বের করে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে বিদ্যালয়ে বা কলেজে জমা করে দিন।

ঐক্যশ্রী স্কলারশিপের হেল্পলাইন

  • Helpline (landline): 033-2321-0902
  • Email: [email protected]
  • Toll-free number: 1800-120-2130
  • Technical Helpdesk: 6290875550

ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেক (Status Check)

  • সর্বপ্রথম WBMDFC’s অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্টুডেন্ট এরিয়া ক্লিক করুন।
  • তার পরে Track Application এ ক্লিক করুন।
  • এবার রেজিস্ট্রেশনের সাল, জেলা, Application Id বা Mobile No ও জন্ম তারিখ দিন।
  • Captcha পূরণ করে Submit বোতামটি টিপুন।

ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য?

ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি ও শিখ।

ঐক্যশ্রী কত টাকা?

আবেদনকারীরা বছরে ১,১০০ টাকা থেকে ৩৩,০০০ টাকা পাবে।

Leave a comment