ভূমিকম্প রচনা

ভূমিকম্প রচনা: ভূমিকম্প হল প্রকৃতির বিপর্যয়ের একটি রূপ। ভূগর্ভ থেকে উত্থিত তাপের পরিণতি হল ভূমিকম্প। সূর্য থেকে যখন প্রথম পৃথিবীর সৃষ্টি হয় তখন পৃথীব ছিল শুধুমাত্র অগ্নিপিন্ড। যুগ যুগ ধরে এটি ঠান্ডা হয়েছে। আর ভূআলোড়নের ফলে ধীরে ধীরে মাটি উপর-নিচে হতে হতে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আবার বর্তমানে এই ভূমিকম্পের ফলেই বহু ক্ষয়ক্ষতি হচ্ছে।

ভূমিকম্পের কারণ

পৃথিবীর অভ্যন্তরে নানা কারনে চাপের তারতম্য ঘটে এবং অত্যাধিক চাপের ফলে ভূমিকম্প হয়। ভূমিকম্প হলে পৃথিবীর উপরিভাগ হটাৎ কেঁপে ওঠে। ভূমিকম্পের বিভিন্ন কারণ আছে। কোনো কোনো সময়ে পৃথিবীর অভ্যন্তরে চাপের ফলে গলিত যে সমস্ত পদার্থ আছে সেগুলি একস্থান থেকে অন্যস্থানে সরতে থাকে ফলে ভূত্বক কেঁপে ওঠে।

আবার অনেক সময় ভূগর্ভে সঞ্চিত জল বাষ্পে পরিনত হয়। ওই বাষ্পরাশি মাটি ঠেলে বাইরে বেরিয়ে আসতে চায়। এর ফলে ভূমিকম্প হয়ে থাকে। আবার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাতের ফলে তার আশেপাশের ভূমি কেঁপে ওঠে। এভাবে বিভিন্ন কারনে ভূমিকম্প হয়ে থাকে।

ক্ষয়ক্ষতির স্থান

ভূমিকম্প এমনই একটি ধংসলীলা, যার ফলে সমস্ত পৃথিবীর বিধস্ত। পৃথিবীর সব থেকে বেশি ভূমিকম্পপ্রবণ দেশ হল জাপান। এছাড়াও ভয়াবহ ভূমিকম্প হয় চিন, পেরু, মেক্সিকো, নিউজিল্যান্ড ইত্যাদি স্থানে।

আমাদের দেশ ভারতবর্ষের আসাম, হিমাচল প্রদেশ, গুজরাট, দিল্লি এবং প্রশান্ত মহাসাগরে উপকূল অঞ্চলে খুব বেশি ভূমিকম্প হয়। মহারাষ্ট্র ও গুজরাটে ১৯৯০ ও ২০০১ সালে বিধ্বংসী ভুমিকম্প হয়েছিল, যেখানে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়।

ভূমিকম্পের ফলাফল

ভূমিকম্প হল ক্ষয়ক্ষতির অন্য নাম। এটি হটাৎ হয়। মতার ২-৩ মিনিট ভূমিকম্প অনুভূত হয়। সময় খুব অল্প হলেও ক্ষয়ক্ষতির পরিমান খুব বেশি। প্রচুর জীবনহানি হয় এর ফলে। বড় বড় বাড়ি নিমেষের মধ্যে ধুলিসাৎ হয়ে যায়। এর ফলে মানুষের জীবনে চরম শোচনীয় পরিস্থিতি দেখা যায়।

গাছপালা উপরে যায়, মাটিতে ফাটল দেখা যায়। পাহাড়ে ধস নামতে দেখা যায়। অসংখ্য পশুপাখির ক্ষতি হয় আবার ভূমিকম্পের ফলে কোনো উচু স্থান নিচু এবং কোনো নিচু স্থান উঁচু হয়ে যায়। ভূমিকম্পের ফলে নদ-নদীর গতির পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার কোনো কোনো নদী জলশূন্য হয়ে যায়। ভূমিকম্প পৃথিবীর যেকোনো একটি স্থানে হয় কিন্তু তার প্রভাব সারা পৃথিবী জুড়ে অনুভূত হয়।

উপসংহার

ভূমিকম্প মানুষের দ্বারা গড়ে ওঠা স্থাপত্য শিল্প কিছু নিমেষের মধ্যে ধংস করে দেয়। ভুমিকম্পের মাপার যন্ত্র বিজ্ঞানীরা আবিস্কার করেছেন। কিন্তু ভূমিকম্প রোধ করার মত কোনো ক্ষমতায় তারা এখন অর্জন করতে পারেনি। প্রাকৃতিক বিপর্যয়গুলির মধ্যে ভূমিকম্প সবথেকে ভয়াবহ ঘটনা। তাই বর্তমানে মানুষ ভূমিকম্পের কাছে বড় অসহায় এবং অতিনগন্য।

খনিজ তেলের রচনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ রচনা

একটি কলমের আত্মকথা

ভূমিকম্প রচনা

Leave a comment